ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০

প্রকাশিত: ১৮:৪৪, ২২ নভেম্বর ২০১৭

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০

অনলাইন ডেস্ক ॥ নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় এই বিস্ফোরণ হয়। নামাজের সময় মসজিদ ভরা মুসল্লি ছিলেন। এ হামলার দায় এখনো কেউ বা কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম সাধারণত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জনসমাগমের স্থানে হামলা চালিয়ে থাকে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাইজেরিয়া পুলিশ দাবি করেছে, তারা জানতে পেরেছে এক কিশোর এই হামলা চালিয়েছে। তবে পরিচয় উদঘাটন করতে পারেনি তারা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আবু বকর সুলে নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মুসল্লিদের সঙ্গে মিশে ছিলেন। তবে হামলাকারীর পরিচয় দিতে পারেননি তিনি। বোকো হারাম তাদের আট বছরের জঙ্গি তৎপরতার সময়ে প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে। সম্প্রতি তারা হরহামেশা বোমা হামলা করছে। গত বছর ডিসেম্বর মাসে একই এলাকায় এক বোমা হামলায় ৪৫ জনতে হত্যা করে জঙ্গি সংগঠনটি। তথ্যসূত্র : বিবিসি অনলাইন
×