ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কফি খেয়ে বেহুঁশ বানর

প্রকাশিত: ০৫:৫৪, ২২ নভেম্বর ২০১৭

কফি খেয়ে বেহুঁশ বানর

বানরের কাজ বাঁদরামি করা। তবে ম্যাকাকিউ প্রজাতির বানরের মধ্যে এই প্রবণতা একটু বেশি। দুষ্টু প্রজাতির এই বানর সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের পর্যটনকেন্দ্র কিংবা রাস্তাঘাটে রয়েছে এদের বিচরণ। কখনও এরা পর্যটকদের সঙ্গে স্বভাবসুলভ দুষ্টুমিতে মেতে ওঠে আবার কখনও খাবার চুরি করে খেয়ে ফেলে। অবশ্য এ নিয়ে বেড়াতে আসা পর্যটকরা কোন অভিযোগ করেন না বরং তারা মজাই পান। সম্প্রতি একটি ম্যাকাকিউ বানরের শাবক একজন পর্যটকের কফির কাপে লুকিয়ে চুমুক দেয়। বিপত্তির শুরু এখান থেকেই। কারণ সেই কফি পান করার পর বানরটি বেহুঁশ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পশু চিকিৎসককে খবর দেয়া হয়। তারা এসে বানরটির চিকিৎসা করেন এবং দশ ঘণ্টা পর বানরটির জ্ঞান ফিরে আসে। এমন ঘটনায় অবাক হয়ে যায় সবাই। কারণ কফিতে চুমুক দিয়ে একটি বানর কেন দশ ঘণ্টা বেহুঁশ হয়ে থাকবে? তবে সকলের এই প্রশ্নের উত্তর মিলেছে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর। চিকিৎসকরা দেখতে পান কফিতে তীব্র ক্যাফেইন মেশানো ছিল। এ কারণেই বানরটি জ্ঞান হারিয়েছে। ঘটনাটি খুব সামান্য হলেও এর প্রভাব বেশ জোরালো হয়েছে। কারণ ইতোমধ্যে পর্যটকদের খাদ্য বা পানীয় যেখানে-সেখানে রাখার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া পশুপ্রেমী সংগঠনগুলো আরও কঠোর নিয়ম-নীতি প্রণয়নের দাবি জানিয়েছে। -ওয়েবসাইট
×