ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনার কাছে রাজশাহীর হার

ঢাকাকে হারিয়ে রংপুরের চমক

প্রকাশিত: ০৫:৪৭, ২২ নভেম্বর ২০১৭

ঢাকাকে হারিয়ে রংপুরের চমক

মিথুন আশরাফ ॥ এবার বিপিএলে রংপুর ও ঢাকা ডায়নামাইটসই সবচেয়ে শক্তিশালী দল। এ দুই দলকে ফাইনালের দলও ভাবা হয়েছে। মঙ্গলবার দুই দলের শক্তির দেখাও মিলল। শেষ পর্যন্ত অবশ্য রংপুর ৩ রানে জিতেছে। ৫ উইকেট পাওয়া সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে রংপুর ১৪২ রানে অলআউট হওয়ার পর ঢাকা ১৩৯ রানে অলআউট হয়ে যায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ধাপের শেষ দিনের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে ঢাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রংপুর। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম মিলে দলকে ৩৬ রানে নিয়ে যান। এরপর গেইল ও মোহাম্মদ মিঠুন মিলে দলকে ৭১ রানে নিয়ে যান। এমন সময়ে ৭ রানের সময়ই একবার ‘নতুন জীবন’ পাওয়া গেইল ৫১ রান করে আউট হতেই যেন বিপত্তি ঘাড়ে চেপে বসে। সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেন। ৩.৫ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। সাকিবের এমন বোলিংয়ের সামনে পড়ে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪২ রান করতেই অলআউট হয়ে যায় রংপুর। জবাব দিতে নেমে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে ঢাকাও বিপদে পড়ে। সেখান থেকে শহীদ আফ্রিদি এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু ১১১ রান হতেই আউট হয়ে যান। দলের যখন ১৪ বলে ১৫ রান দরকার, তখন মেহেদী মারুফ আউট হলে চাপে পড়ে যায় ঢাকা। তবে ভরসা থাকে উইকেটে কাইরন পোলার্ড থাকায়। শেষবেলায় চরম উত্তেজনা তৈরি হয়। ১২ বলে ঢাকার জিততে ১৩ রান লাগে। এমন সময়ে মাত্র ৩ রান নেয় ঢাকা। শেষে ৬ বলে জিততে ঢাকার ১০ রান লাগে। থিসারা পেরেরার করা শেষ ওভারের প্রথম বলে কোন রান হয়নি। তৃতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দেন পোলার্ড। তখন তিন বলে জিততে ৪ রান লাগে। চতুর্থ বলে আবার কোন রান হয়নি। ২ বলে ৪ রান লাগে। পঞ্চম বলে বোল্ড হয়ে যান পোলার্ড। ১ বলে জিততে ৪ রান লাগে। শেষ বলে রনিও বোল্ড হয়ে গেলে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ঢাকা। সেই সঙ্গে হারও হয়। এবার বিপিএলে এক ম্যাচে ১৬ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন সাকিব। সোমবার পাকিস্তানের হাসান আলী যে ৩.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন, সেটি এবার বিপিএলে রেকর্ড বোলিং ছিল। এর আগে ২০১৫ সালে বরিশাল বুলসের কেভন কুপার ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। তারও আগে ২০১২ সালে প্রথম বিপিএলে ৬ রানে ৫ উইকেট নিয়ে বিপিএলে এক ম্যাচে কম রান দিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার এখনও পাকিস্তানের মোহাম্মদ সামি। সাকিব অবশ্য রংপুরের বিপক্ষে ম্যাচটিতে গেইল ও ম্যাককালাম থাকতে বল হাতে নেননি। দুই ব্যাটসম্যানই আউট হওয়ার পর সাকিব বোলিংয়ে এসে, এক এক করে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, সোহাগ গাজী ও রুবেল হোসেনকে আউট করে দিয়ে রংপুরকে অলআউট করে দেন। কিন্তু ম্যাচ জিততে পারেনি ঢাকা। ২ উইকেট করে নেয়া সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও থিসারা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে রংপুর জিতে যায়। এর আগে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে খুলনা। আগে ব্যাটিং করে ডোয়াইন স্মিথের ৬২, মুশফিকুর রহীমের ৫৫ ও জেমস ফ্রাঙ্কলিনের অপরাজিত ২৯ রানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৬ রান করে রাজশাহী। জুনাইদ খান ৪ উইকেট নেন। জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের ৫৬ রানের পর আরিফুল হকের (৪৩*) অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৬৮ রান করে জিতে খুলনা। মোহাম্মদ সামি ৩ উইকেট নেন। স্কোর ॥ ঢাকা-রংপুর ম্যাচ-মিরপুর রংপুর রাইডার্স ইনিংস ১৪২/১০; ১৯.৫ ওভার (গেইল ৫১, মিঠুন ২২, পেরেরা ১৫, মাশরাফি ১৫; সাকিব ৫/১৬)। ঢাকা ডায়নামাইটস ইনিংস ১৩৯/১০; ২০ ওভার (অমি ২৯, লুইস ২৮, আফ্রিদি ২১, মেহেদী ১৫, পোলার্ড ১২; সোহাগ ২/১৮, রুবেল ২/২৯, মাশরাফি ২/৩০, পেরেরা ২/৩৭)। ফল ॥ রংপুর রাইডার্স ৩ রানে জয়ী। পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট কুমিল্লা ৬ ৫ ১ ০ ১০ ০.৭৫৬ ঢাকা ৮ ৪ ৩ ১ ৯ ১.৫২৪ খুলনা ৭ ৪ ২ ১ ৯ -০.০৪৫ সিলেট ৮ ৩ ৪ ১ ৭ -০.৬৭২ রংপুর ৬ ৩ ৩ ০ ৬ -০.২৯৪ রাজশাহী৭ ২ ৫ ০ ৪ -০.৮০৫ চিটাগং ৬ ১ ৪ ১ ৩ -০.৬৩৮
×