ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেদেরারের ঐতিহাসিক বছরের সমাপ্তি

প্রকাশিত: ০৫:১৭, ২২ নভেম্বর ২০১৭

ফেদেরারের ঐতিহাসিক বছরের সমাপ্তি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থেমে গেল রজার ফেদেরারের জয়রথ। সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তিকে হারিয়ে এটিপি ফাইনালসের ফাইনাল নিশ্চিত করেছেন ডেভিড গোফিন। শনিবার লন্ডনের ওটু এ্যারিনাতে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। যেখানে বেলজিয়ামের ডেভিড গোফিন প্রথম সেটে ৬-২ গেমে হারেন ফেদেরারের কাছে। কিন্তু পরের দুই সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত কঠিন লড়াই করে বেলজিয়ান তারকা ৬-৩ এবং ৬-৪ গেমে ১৯টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরারকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন। দিনের অপর সেমিফাইনালে জয়ের স্বাদ পেয়েছেন গ্রিগর দিমিত্রোভ। বুলগেরিয়ার ষষ্ঠ বাছাই এদিন ৪-৬, ৬-০ এবং ৬-৩ গেমে যুক্তরাষ্ট্রের জ্যাক সককে পরাজিত করে ফাইনালের টিকেট কাটেন। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন গোফিন-দিমিত্রোভ। সপ্তাহের শুরুতে রাউন্ড রবিন লীগের এই টুর্নামেন্টের ম্যাচে গ্রিগর দিমিত্রোভ ৬-০ এবং ৬-২ গেমে পরাজিত করেছিলেন ডেভিড গোফিনকে। চলতি বছরটা স্বপ্নের মতোই কেটেছে ফেদেরারের। ছত্রিশ বছর বয়সেও যে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়া যায় সেটাও প্রমাণ করেছেন ফেড এক্সপ্রেস। ২০১২ সালের পর আবার গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। একটি নয়, এ বছরে দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট নিজের শোকেসে তুলেছেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। সেইসঙ্গে কয়েকটি ডব্লিউটিএ শিরোপাও জেতেন তিনি। এ বছরের শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালকে পরাজিত করে। এরপর উঁচিয়ে ধরেছেন উইম্বলডনের ট্রফিটাও। সেইসঙ্গে ক্যারিয়ারের মেজর ট্রফির সংখ্যাটাকে নিয়ে গেছেন উনিশে। সাময়িক বিরতির পর এটিপি ফাইনালসেও দুর্দো- প্রতাপে ফেরেন রজার ফেদেরার। গ্রুপপর্বের তিন ম্যাচের সবকটিতেই জয়। সেমিফাইনালে উঠে ইঙ্গিত দিয়েছিলেন সপ্তম শিরোপা জয়েরও। কিন্তু সেই পথে তার বাধা হয়ে দাঁড়ান গোফিন। প্রথম সেট জিতলেও পরের দুটিতেই হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শেষ চারের প্রথম সেটে মাত্র ৩৩ মিনিটেই ২৬ বছর বয়সী গোফিনের বিপক্ষে জয় তুলে নেন সুইস সুপারস্টার ফেদেরার। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগেও ফেদেরারের বিপক্ষে জয়ের কোন ক্লু জানা না থাকা সপ্তম বাছাই গোফিন দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান। ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ফেদেরারের ছন্দ নষ্ট করে দেন তিনি। হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেন ফেদেরার। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বর্তমান র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা ফেড এক্সপ্রেস। যেখান থেকে আর উঠে আসতে পারেননি। টুর্নামেন্টের হট ফেবারিট ফেদেরারকে হারিয়ে গোফিন দারুণ রোমাঞ্চিত। তবে প্রথম সেট হেরে গেলেও আত্মবিশ্বাস হারাননি তিনি। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বেলজিয়ান তারকা গোফিন বলেন, ‘প্রথম সেটের শেষদিকেই আমি ছন্দ ফিরে পেতে থাকি। নিজের ওপর আত্মবিশ্বাস অনুভব করি। সে কারণেই আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছিলাম। যত দ্রুত সম্ভব এই সময়টা আমি কাজে লাগাতে চেষ্টা করেছি।’ রাউন্ড রবিন লীগের প্রথম ম্যাচেই নাদালকে পরাজিত করেছিলেন গোফিন। সেমিফাইনালে রজার ফেদেরারকেও। টেনিস ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে রাফায়েল নাদাল এবং রজার ফেদেরারকে হারানোর কৃতিত্ব দেখান ডেভিড গোফিন। আর ২০১৫ সালের পর প্রথম। সেবার একই টুর্নামেন্টে রাফায়েল নাদাল ও ফেদেরারকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার এই বছরটা অবশ্য খুবই বাজে কেটেছে। ইনজুরি আর ফর্মহীনতার কারণে বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিলেন তিনি। শুধু সার্বিয়ান তারকাই নন, ইনজুরি আর ফর্মহীনতার কারণে এ বছরে লাইম লাইটের বাইরে ছিলেন এ্যান্ডি মারেও। তাদের উভয়ই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। তবে এ বছরের শেষে এসে চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়েছেন এটিপি ফাইনালসের সেমিফাইনালের টিকেট কাটা গ্রিগর দিমিত্রোভ।
×