ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে অসম্মানজনক ভাবে সরাতে পারবে না ॥ হানিফ

প্রকাশিত: ০২:০৪, ২১ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগকে অসম্মানজনক ভাবে সরাতে পারবে না ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ ‘সমঝোতায় না আসলে সরকারকে অপমানিত হয়ে অসম্মানজনভাবে বিদায় নিতে হবে’ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ এমন কোনো অবস্থা তৈরি করেনি যে, দেশের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। জনগণ সবসময় আওয়ামী লীগ ও সরকারের পক্ষে আছে। জনগণ যখন পক্ষে থাকবে তখন কেউ ক্ষমতা থেকে অপমানজনকভাবে সরাতে পারবে না। তাই মওদুদ আহমদের এই ধরণের উক্তি উস্কানিমূলক, দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্যই দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। মঙ্গলবার কাওরান বাজারের টিসিবি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। এই দলকে টেনে হিচড়ে অসম্মানজনকভাবে ক্ষমতা থেকে নামানোর শক্তি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটানো অসম্মানিত করে বিদায় করার সেই শক্তি অন্যকোনো রাজনৈতিক দলের আছে কিনা সেটা নিয়ে জনগণের মধ্যেও সন্দেহ আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদকে ’পল্টিবাজ নেতা’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, মওদুদ সাহেব ব্যাক্তিটা কে? মওদুদ সাহেব সম্পর্কে এ দেশের মানুষ কম বেশি জানে। রাজনীতিতে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ, দল বদল পল্টিবাজ, যেটা বাংলাদেশের আঞ্চলিক ভাষায় বলা হয় ডিগবাজিবাজ। দেশে এর চেয়ে নিš§ রুচির রাজনীতিবিদ আছে কিনা আমার সন্দেহ। সেই ধরণের একজন ব্যাক্তি বর্তমান সরকারের সম্পর্কে যখন এমন উক্তি ব্যবহার করে, এটা জনগণের কাছে ধৃষ্টতা বলেই মনে হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় মওদুদ আহমেদের রাজনৈতিক জীবনের বিভিন্ন ইতিহাস তুলে ধরে মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনীতিতে পল্টি খাওয়া এবং এক দল থেকে অন্যদলে যাওয়ার এত দক্ষ লোক দেশের ইতিহাসে আর নেই। ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে। এই মওদুদ সাহেব আজš§ একজন পল্টিবাজ, দুর্নীতিবাজ। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে মওদুদ আহমেদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মওদুদ সাহেবের এই কথা শুনে জাতি অবাক হয়েছে, মওদুদ সাহেবের মত লোকের মুখে এ ধরণের কথা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না। খুবই আপত্তিকর কথা উনি বলেছেন। তাই তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
×