ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপার গাইবান্ধা-১ আসনে প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশিত: ০২:০২, ২১ নভেম্বর ২০১৭

জাপার  গাইবান্ধা-১ আসনে প্রার্থী  শামীম হায়দার পাটোয়ারী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যানের বিচার বিভাগীয় উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’কে আসন্ন একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সার্বিক সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার বনানীস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শামীম হায়দারের হাতে লিখিত তুলে দেন এরশাদ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের সাংগঠনিক দায়িত্ব দেয়া শুরু করেছে জাতীয় পার্টি। ইতোমধ্যে অন্তত ১০জন প্রার্থীকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল প্রার্থীদের হাতে চিঠি তুলে দেয়ার কথা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার শামীমের চিঠিতে বলা হয়, ‘আপনি উল্লেখিত আসনের অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের কমিটি সমূহ গঠন-পূনর্গঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় পার্টির জেলা কমিটি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে’।
×