ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লংকাবাংলা আল-আরাফা শরিয়াহ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০১:১৩, ২১ নভেম্বর ২০১৭

লংকাবাংলা আল-আরাফা শরিয়াহ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ লংকাবাংলা আল-আরাফা শরিয়াহ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। প্লেসমেন্টের মাধ্যমে ১৬ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বাকি ২৪ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এমপ্লয়ীজ গ্রাচ্যুইটি ফান্ড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেটমেন্যাজেমেন্ট। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
×