ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে দু’যুগ পরে জেলা যুবলীগের সম্মেলন

প্রকাশিত: ০১:১২, ২১ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে দু’যুগ পরে জেলা যুবলীগের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহি জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ২৪ বছর পর আগামী ২৩ নবেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে বর্তমান জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু সভাপতিত্ব করবেন। জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামীলীগ যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মো. আবু তাহেরসহ জেলা ও উপজেলা পর্যায়ের আ’লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ১৯৯৩ ইং সালের পর এবারই জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৩ সালের সম্মেলনে যুবলীগ সভাপতি নির্বাচিত হন, এ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন চৌধুরী। ২০১৫ সালে একেএম সালাহ উদ্দিন টিপুকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট্য লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। তাঁর নেতৃত্বে যুবলীগ আগের চেয়ে বর্তমানে অনেক বেশী শক্তিশালী হয়। সম্মেলনকে ঘিরে পূরো জেলা শহরকে নতুন সাজে সাজে সাজানো হয়েছে। এ নিয়ে যুবলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক একেএম সালাউদ্দিন টিপু ব্যতীত কারো নাম জোরালোভাবে শোনা যাচ্ছেনা। তবে সাধারণ সম্পাদক পদে চারজন পদ প্রার্থী রয়েছেন, এদের মধ্যে রয়েছেন, মেজবাহ উদ্দিন হেলাল, শেখ জামাল রিপন, বায়েজিদ ভূঁইয়া এবং নোমান। এ ক্ষেত্রে অধিকাংশ সদস্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানিয়েছেন।
×