ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মশার কয়েল থেকে বাসে আগুন, চালক আটক

প্রকাশিত: ০১:০৩, ২১ নভেম্বর ২০১৭

গাজীপুরে মশার কয়েল থেকে বাসে আগুন, চালক আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের রাজেন্দ্রপুরে মশার কয়েলের আগুন থেকে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই বাসের চালককে আটক করেছে। আটক চালকের নাম- মো. শামীম (৩০)। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার আব্দুর রশিদের ছেলে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান জানান, গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার জিএম গার্মেন্টেসের শ্রমিক পরিবহনের কাজে ওই বাসটি ব্যবহার করে আসছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো শ্রমিকদের গন্তব্যে নামিয়ে পরদিন যাত্রী পরিবহনের উদ্দেশ্যে সোমবার রাতে বাসটি রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। রাতে খাওয়া দাওয়া শেষে চালক ও হেলপার কয়েল জ্বালিয়ে বাসের ভিতরে ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে বাসে আগুন লেগে যায়। এসময় চালক ও হেলপার বাস থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ওই বাসের সামনের অংশ ও গ্লাস পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ্রীপুর মডেল থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনা উদঘাটনে বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
×