ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০১:০৩, ২১ নভেম্বর ২০১৭

মাদারীপুরে  ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সোমবার মধ্যরাতে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ খালাসির বাড়িতে এক ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, সোমবার মধ্যরাতে দক্ষিণ বহেরাতলা ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ খালাসির বাড়িতে ১২/১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যানের বড় ভাই গোলাম কিবরিয়া খালাসীকে বেদম প্রহার করে। এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় মহিলাসহ ৪জন আহত হয়। আহত গোলাম কিবরিয়া খালাসী, তার স্ত্রী পারভীন বেগম, পুত্রবধূ রিমি আক্তার এবং মেয়ে মরিয়ম আক্তারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতদল বাড়িতে প্রায় ২ ঘন্টা অবস্থান করে লুটপাট চালায়। এ সময় ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লাখ টাকা, ৩টি মোবাইল সেটসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  
×