ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে পরীক্ষার হল থেকে জেডিসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ২২:২৬, ২১ নভেম্বর ২০১৭

ফরিদপুরে পরীক্ষার হল থেকে জেডিসি পরীক্ষার্থী নিখোঁজ

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ পাবনার ফরিদপুরে জেডিসি পরীক্ষার হল থেকে বেরিয়ে এক ছাত্রী নিখোঁজ হয়েছে। তবে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে ধারনা করেছেন তার পরিবার। এ ঘটনায় রবিবার দুপুরে ওই ছাত্রীর বাবা আবেদ আলী ফরিদপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, তার মেয়ে বেড়হাউলিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী। প্রতিদিনের মত সে শনিবার সকালে ফরিদপুর সিনিয়র আলিম মাদ্রাসা ভেনুতে বিজ্ঞান বিষয়ে জেডিসি পরীক্ষা দিতে যায়। পরীক্ষার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার আবেদ আলী সাংবাদিকদের জানান, মেয়েকে তিন দিন ধরে আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। এসময় তিনি অভিযোগ করেন উপজেলার চিথুলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে পলাশ (১৯) তার মেয়েকে অপহরণ করেছে বলে তিনি জানতে পরেছেন। তাই পলাশের বিরুদ্ধে খুব শীঘ্রই থানায় অপহরণ মামলা করা হবে বলে জানান তিনি। ফরিদপুর থানার ওসি শরিফুল ইসলাম জানান, বাবার দেয়া তথ্য অনুসারে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে এখনো তাকে পাওয়া যায়নি। তাকে খুজে বের করার সব রকম চেষ্টা চলছে। অপহৃত হয়ে থাকলে এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
×