ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২:২৫, ২১ নভেম্বর ২০১৭

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘নিরাপদ সামাজিক পরিবেশ রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠন’-এর দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা পৌরসভার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আইইডি’র সহযোগিতায় ‘জনউদ্যোগ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারী সংগঠক, রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী ও উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। পরে জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেনঃ জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, রেডক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
×