ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেকটি রেকর্ডের সামনে রোনালদো

প্রকাশিত: ১৯:১৬, ২১ নভেম্বর ২০১৭

আরেকটি রেকর্ডের সামনে রোনালদো

অনলাইন ডেস্ক ॥ রেকর্ড করা আর ভাঙা এটা যেন তার খেলা। নিজের তেমনই এক রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক বছরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এই পর্তুগিজ সুপারস্টারের দখলে। ২০১৫ সালে ১৬ গোল করে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদোর নামটাই আছে সবার উপরে। এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। চলতি বছর ১১ মাসেই নিজের সেই ১৬ গোলের রেকর্ডটা ছূঁয়ে ফেলেছেন রোনালদো। এখন আর একটি গোল করলেই ছাড়িয়ে যাবেন নিজেকে। চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্যায়ের আরও দুটি ম্যাচ বাকি আছে। সেই দুই ম্যাচে এক গোল করতে পারলেই নিজেকে ছাড়িয়ে যাবেন তিনি। শেষ দুই ম্যাচের একটিতে আজ তাদের প্রতিপক্ষ সাইপ্রাসের দল অ্যাপোয়েল নিকোশিয়া। আজ বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় অতিথি হয়ে প্রতিপক্ষের মাঠে খেলবে দলটি। আগামী ৬ ডিসেম্বর গ্রুপপর্যায়ের শেষ ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে জিনেদিন জিদানের দল। পঞ্জিকা বর্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের দিক থেকে সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি ঢের পিছিয়ে। গত বছর ক্যারিয়ার সর্বোচ্চ ১৩ গোল করেন তিনি।
×