ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোমাঞ্চ জাগিয়ে ড্র কলকাতা টেস্ট

প্রকাশিত: ০৫:১৯, ২১ নভেম্বর ২০১৭

রোমাঞ্চ জাগিয়ে ড্র কলকাতা টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুইদিন বেশিরভাগ খেলা বৃষ্টিতে নষ্ট হওয়ার পর ভারতের ১৭২এর জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন ২৯৪ রান তোলে, ম্যাড়মেড়ে ড্র- দেখছিল কলকাতা টেস্টে। শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে, তবে ম্যাড়মেড়ে নয়। ইডেনের ম্যাচটা রীতিমতো রোমাঞ্চ জাগিয়ে শেষ হয়েছে। আর সেই রোমাঞ্চের পরতে পরতে ছিল ভারতীয়দের নৈপুণ্য, বিশেষ করে অধিনায়ক কোহলির ধুরন্ধর ব্যাটিং। অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংসে পথে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড নাড়িয়ে দিয়েছেন আধুনিক ক্রিকেটের এই ‘ওয়ান্ডার বয়’। দ্রুত ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, ‘অধিনায়ক’ হিসেবে সংখ্যাটা ২১, দু-ক্ষেত্রেই রেকর্ডের ভাগিদার হয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৫২/৮ (ডিক্লেঃ)। জয়ের জন্য ২৩১ রানের টার্গেটে নামা শ্রীলঙ্কা ২৬.৩ ওভারে স্কোর বোর্ডে ৭৫ রানে তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে! অল্পের জন্য বেঁচে গেছে দিনেশ চান্দিমালের দল। ১ উইকেটে ১৭১ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ভারত। সুরাঙ্গ লাকমল ও দাসুশ শানাকার পেস তা-বে একপ্রান্তে মুড়ি মুড়কির মতো উইকেট পড়েছে, অন্যপ্রান্তে ঝড়ের গতিতে ব্যাট চালিয়েছেন কোহলি। ৪৯ ওভারে এদিন ৭ উইকেট হারিয়ে ১৮১ রান যোগ করে স্বাগতিকরা, যেখানে কোহলি একাই করেছেন ১০৪। তাও ১১৯ বলে। ১২ চার ও ২ ছক্কায়! মাস্টার ক্লাস বুঝি একেই বলে। তিন ভার্সন মিলিয়ে ৫০তম সেঞ্চুরি করলেন ডানহাতি এই ব্যাটসম্যান। রেকর্ডও স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক। টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ মালিক এখন কোহলি, যেখানে তার পাশে আছেন গ্রেট সুনীল গাভাস্কার। ওয়ানডেতে ৩২টি সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যানের টেস্টে ১৮তম সেঞ্চুরি। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে টেস্ট নেতৃত্ব পাওয়ার পর এটা তার ১১তম সেঞ্চুরি, এতদিন যেটা কেবল গাভাস্কারের দখলে ছিল। ভারতের ‘টেস্ট অধিনায়ক’ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি মোহাম্মদ আজহারউদ্দিনের। ৭ বার তিন অঙ্কের ঘরে পৌঁছে তিন নম্বরে শচীন টেন্ডুলকর। টেস্টে অধিনায়কত্ব করে ৫টি করে সেঞ্চুরি পেয়েছেন ধোনি, সৌরভ গাঙ্গুলী ও মনসুর আলি খান পাতৌদি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ৩৪৮ আন্তর্জাতিক ইনিংসে ৫০টি সেঞ্চুরি করলেন কোহলি। ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করতে হাশিম আমলারও লেগেছিল ৩৪৮ ইনিংস। এক্ষেত্রে আমলা ভেঙ্গেছিলেন শচীন টেন্ডুলকরের রেকর্ড। ৫০ সেঞ্চুরিতে শচীনের লেগেছিল ৩৭৬ ইনিংস। ৪১৬ ইনিংস লেগেছিল রিকি পন্টিংয়ের, ৫২০ ইনিংস জ্যাক ক্যালিসের, ৫৯৩ ইনিংস কুমার সাঙ্গাকারার। পাশাপাশি অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও স্পর্শ করেছেন কোহলি। এ বছর (২০১৭) তিন সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরি ৯টি। ২০০৫ সালে ৯টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ, ২০০৬ সালেও অধিনায়ক পন্টিং করেছিলেন ৯টি সেঞ্চুরি। সব মিলিয়ে ‘অধিনায়ক’ হিসেবে ৯৮ আন্তর্জাতিক ইনিংসে ২১টি সেঞ্চুরি করে ফেললেন কোহলি। নেতৃত্ব পাওয়ার আগের ২৫০ ইনিংসে তার সেঞ্চুরি ছিল ২৯টি। শেষ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিলেন দুই পেসার ভুবনেশ্বর কুমার (১১-৮-৮-৪) ও মোহাম্মদ শামি (৯.৩-৪-৩৪-২)। শুক্রবার নাগপুরে শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
×