ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, আজ রাতে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার সিটি, নেপোলি ও লিভারপুল

নকআউট পর্ব নিশ্চিতের লড়াই রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৫:১৮, ২১ নভেম্বর ২০১৭

নকআউট পর্ব নিশ্চিতের লড়াই রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা বড্ড বাজে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ীরা এবার সবখানেই ভগ্নদশার মধ্যে। অর্ধেক পেরোয়নি অথচ এখনই লা লিগার শিরোপা হারানোর পথে তারা! তেমনি ইউরোপ সেরার লড়াইয়েও খুব একটা স্বস্তিতে নেই জিনেদিন জিদানের দল। এমন অবস্থার মধ্যে আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ‘এইচ’ গ্রুপে এ্যাওয়ে ম্যাচে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়ার আতিথ্য নেবে গ্যালক্টিকোরা। আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে হার মানা রিয়াল এই ম্যাচ জিতলে নকআউট পর্ব অর্থাৎ শেষ ষোলো নিশ্চিত করতে পারবে। এমন লক্ষ্য নিয়েই সাইগ্রাস সফরে গেছেন রোনাল্ডো, রামোস, বেঞ্জামারা। গ্রুপের আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের আতিথ্য নেবে দারুণ ছন্দে থাকা ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। আগের ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালকে হারিয়ে এই গ্রুপ থেকে দুই ম্যাচ হাতে রেখেই নকআউ্ট পর্ব নিশ্চিত করেছে স্পার্সরা। ‘জি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে তুরস্কের বেসিকটাস ও পর্তুগালের পোর্তো এবং ফ্রান্সের মোনাকো ও জার্মানির লিপজিগ। ‘এফ’ গ্রুপে অপ্রতিরোধ্য ছন্দে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে তারা টানা চার জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। জয়ের ধারা ধরে রাখার মিশনে আজ রাতে ম্যানসিটির প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেয়েনর্ড। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে পেপ গার্ডিওলার শিষ্যরা। গ্রুপের অপর ম্যাচে লড়বে ইতালির নেপোলি ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক। ‘ই’ গ্রুপের হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। নকআউট পর্বের টিকেট পেতে এই ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। গ্রুপের অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রাশিয়ার স্পাটার্ক মস্কো ও স্লোভেনিয়ার ম্যারিবোর। গত ১৩ সেপ্টেম্বর এ্যাপোয়েলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবার শিরোপা ধরে রাখার মিশন শুরু করে রিয়াল। ওই ম্যাচে সুপারস্টার রোনাল্ডোর জোড়া গোলে ভর করে গ্যালাক্টিকোরা জিতেছিল ৩-০ গোলে। ফিরতি লেগেও এই সাফল্য ধরে রাখত চায় তারা। রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, এটা ঠিক যে আমাদের সময়টা ভাল যাচ্ছে না। তবে এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই আমরা। আগের ম্যাচে টটেনহ্যামের কাছে হারলেও দল খারাপ করেনি। আশা করছি এ্যাপোয়েলের মাঠে জয় নিয়ে আমরা নকআউট নিশ্চিত করতে পারব। তবে হতাশা কাটাতে হলে দলের সেরা তারকা রোনাল্ডোকেই যে জ্বলে উঠতে হবে এটা একপ্রকার নিশ্চিত। কেননা আগে অনেকবার একাই দলকে জিতিয়েছেন ফিফা সেরা তারকা। তবে সময়টা তারও ভাল যাচ্ছে না। রোনাল্ডো এখন পর্যন্ত এবার চ্যাম্পিয়ন্স লীগে চার ম্যাচে করেছেন ৬ গোল। কিন্তু প্রতিযোগিতাটা যখন স্প্যানিশ লা লিগা তখনই বদলে যাচ্ছে দৃশ্যপট। লীগের চলতি মৌসুমে আট ম্যাচে খেলে মাত্র এক গোল করেছেন। খুব যে খারাপ খেলছেন তা নয়। প্রায় প্রতি ম্যাচেই আক্রমণ শানাচ্ছেন রিয়াল তারকা। তবে ফিনিশিংয়ে যেন নিজের ছায়া হয়ে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার। লা লিগায় ৮ ম্যাচে ইতোমধ্যেই ৫০ বার গোলপোস্টে শট নিয়ে মাত্র একবার বল জালে পাঠাতে সক্ষম হয়েছেন। শনিবার মাদ্রিদ ডার্বিতে এ্যাটলেটিকোর মুখোমুখি হয় রিয়াল। ম্যাচটিতে রোনাল্ডোরা প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। ফলে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জিদানের দলকে। পক্ষান্তরে চ্যাম্পিয়ন্স লীগে গোল পাচ্ছেন সি আর সেভেন। তবে সবশেষ ম্যাচে টটেনহ্যামের কাছে ৩-১ গোলে হারলেও দলের একমাত্র গোলটিও করেছিলেন রোনাল্ডো। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আগের ম্যাচে স্বাগতিক টটেনহ্যামের কাছে পাত্তাই পাননি রোনাল্ডো, ইস্কো, বেঞ্জামা, রামোস, মার্সেলোরা। ডেলে আলীর জোড়া ও ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে স্পার্সদের জয় নিশ্চিত হয়ে যায়। দু’দলের আগের লেগের ম্যাচটি সান্টিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হয়েছিল। দারুণ ওই জয়ে টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করে টটেনহ্যাম। মূলত ইংলিশ ফরোয়ার্ড ডেলে আলীর দুই গোলেই হারতে হয়েছে রিয়ালকে। পুরো ম্যাচে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। এই হতাশা ভুলে আজ রাতেই নকআউট পর্ব নিশ্চিত করতে চায় রিয়াল।
×