ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওমানে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৪:০৮, ২১ নভেম্বর ২০১৭

ওমানে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২০ নবেম্বর ॥ সড়ক দুর্ঘটনায় ওমানে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের দুই সহোদর নিহত হয়েছেন। নিহতরা হলেন, জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজুমদার পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র হাফেজ আবদুল আলীম (২৮) ও মোঃ সেলিম (২৫)। সোমবার আছরের নামাজের পর একই সঙ্গে দুইজনের নামাজে জানাজা জিরি মাদ্রাসায় সম্পন্ন হয়েছে। পরে তাদের দু’জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা মরহুম নুরুল ইসলামের ৬ পুত্রের মধ্যে দুইজন বেশ কিছুদিন ধরে ওমানে চাকরি করত। গত শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর মারা যায়। তাদের দুইজনের মধ্যে আলীম আগে থেকে ওমানে ছিল। এরপর সেলিম যায়। শুক্রবার ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের জানাজায় এলাকার শত শত লোক অংশগ্রহণ করে। সড়ক দুর্ঘটনায় একইভাবে গত ১০ বছর পূর্বে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় দুই সহোদরের পিতা নুরুল ইসলামও মারা গেছেন। তিনি পটিয়া পৌর সদরের সাব রেজিস্ট্রি অফিসে জায়গা রেজিস্ট্রি করতে যাওয়ার প্রাক্কালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। জিরি ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমিন সুবেদার জানিয়েছেন, ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের লাশ সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশে এলে আছরের নামাজের পর তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাদের দুইজনের লাশ দাফন করা হয়েছে।
×