ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এক অনন্য উদাহরণ’

প্রকাশিত: ০৪:০৮, ২১ নভেম্বর ২০১৭

‘মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এক অনন্য উদাহরণ’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এক অনন্য উদাহরণ। এ ভাষণই মুক্তিযুদ্ধের চেতনা এবং ভবিষ্যত বাংলাদেশের সংবিধানের রূপরেখা ছিল। ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান’ বিষয়ক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এ আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেন কোন বিচ্ছিন্নবাদী আন্দোলনে পরিণত না হয়, সেজন্য পূর্ব প্রস্তুতি থাকার পরও বঙ্গবন্ধু ধৈর্য ধরেছিলেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেসকোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড’ স্বীকৃতি অর্জনকে উল্লেখ করে বলেন, বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এ ভাষণ এক অনন্য উদাহরণ। এ ভাষণই মুক্তিযুদ্ধের চেতনা এবং ভবিষ্যত বাংলাদেশের সংবিধানের রূপরেখা ছিল বলেও জানান তিনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়য়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ফখরুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, ধারণাপত্র উপস্থাপন করেন এ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন তুরিন আফরোজ। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ড.সাইদুর রহমান লস্করসহ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।
×