ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা ছাড়া নারী নির্যাতন বন্ধ সম্ভব নয় ॥ ডেপুটি স্পীকার

প্রকাশিত: ০৪:০৭, ২১ নভেম্বর ২০১৭

জনসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা ছাড়া নারী নির্যাতন বন্ধ সম্ভব নয় ॥ ডেপুটি স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জনসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা ছাড়া নারী ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলই নারীদের জন্য সুবর্ণময় সময়। এ সরকারের সময়ে যদি আমরা নারীদের সুরক্ষা দিতে না পারি তাহলে নারীদের সুরক্ষা দেয়া আর কখনও সম্ভবপর নয়। সোমবার জাতীয় সংসদ ভবনে আইপিডি কনফারেন্স কক্ষে শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাস ও কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল আলম দুদু, ইয়াসিন আলী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ মাহবুব আলী, কাজী রোজী, নুরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, লুৎফা তাহের, দ্য হাঙ্গার প্রেজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহসহ বিভিন্ন দেশী-বিদেশী এনজিও প্রতিনিধি। ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু ও নারী নির্যতন, যৌন নীপিড়ন ও যৌন হয়রানি শুধু আইন করে প্রতিরোধ করা সম্ভব নয়।
×