ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজার-২ আসনে জাপার প্রার্থী হিসেবে দায়িত্ব পেলেন মোহিবুল্লাহ

প্রকাশিত: ০০:৫৭, ২০ নভেম্বর ২০১৭

কক্সবাজার-২ আসনে জাপার প্রার্থী হিসেবে দায়িত্ব পেলেন মোহিবুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোহিবুল্লাহ’কে আসন্ন একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৫ কক্সবাজার-২ (মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সার্বিক সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার বনানীস্থ এরশাদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মহিবুল্লার হাতে চিঠি তুলে দেয়া হয়। এসময় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চিঠিতে বলা হয়, ‘উল্লেখিত আসনের অন্তর্গত উভয় উপজেলার জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের কমিটি সমূহ গঠন-পূনর্গঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় পার্টির জেলা কমিটি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে’।
×