ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও

প্রকাশিত: ০০:৫৬, ২০ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ রবিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষ ভাংচুর করেছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা। এর আগে ৬০/৭০ জন শিক্ষার্থী প্রধান শিক্ষককে ১ ঘন্টায় বাড়িতে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুদ্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের বাড়ি থেকে ফিরে এসে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এবং রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে। সোমবার বিকেলে প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত ছিল নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে দেয়া যাবে না। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরম পূরন করে বোর্ডে তথ্য পাঠিয়ে দিয়েছি। এ ক্ষেত্রে আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা স্কুলে ভাংচুর চালায় এবং আমার বাড়ি ঘেরাও করে বলে জানান তিনি। তিনি আরো জানান, পরবর্তীতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাথে যোগাযোগ করে আইনগত সিদ্ধান্ত করে নেয়া হবে। এদিকে জানা যায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ৭৯ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে। অন্যদিকে কুমিল্লা বোর্ডের সূত্রে জানা গেছে, এ বছর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন না করার জন্য গত ২১ সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি {নং-পরী/মাধ্য/২০১৭(৩০৪)} জারি করে। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে অনেকে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করছে এমন তথ্যের ভিত্তিতে বোর্ড পূনরায় ১৬ নবেম্বর তারিখে কঠোর নির্দেশনা দিয়ে আরো একটি জরুরী নোটিশ {নং-পরী/মাধ্য/২০১৭(৩২৬)} বিদ্যালয়ে প্রেরণ করে। এ নিয়ে অভিভাবক মহলে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে।
×