ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিসির জন্মনিবন্ধন কার্যক্রম ব্যাহত ॥ কম্পিউটার নষ্ট

প্রকাশিত: ০০:০০, ২০ নভেম্বর ২০১৭

বিসিসির জন্মনিবন্ধন কার্যক্রম ব্যাহত ॥ কম্পিউটার নষ্ট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চারটির মধ্যে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) জন্মনিবন্ধনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে চরম আকারে। এরমধ্যে প্রায় দুই হাজার জন্মনিবন্ধন সনদের আবেদন আটকে আছে। এতে বিপাকে পরেছেন আবেদনকারীরা। কবে নাগাদ কম্পিউটারগুলো ঠিক করা হবে আর জন্মনিববন্ধন কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানা নেই দায়িত্বরতদের। সূত্রমতে, বরিশাল সিটি করপোরেশনের জন্মনিবন্ধনের মূল কার্যক্রম পরিচালিত হয় নগরীর বিবির পুকুরপাড়ের অ্যানেক্স ভবনের দ্বিতীয় তলা থেকে। সেখান থেকেই নিবন্ধনের জন্য আবেদন ফরম নিতে হয়। আবার সেখানেই জমা দিয়ে নির্দিষ্ট সময়ে জন্মনিবন্ধন সনদ নিতে হয়। গত প্রায় এক মাস ধরে নিবন্ধন শাখার চারটি কম্পিউটারের মধ্যে তিনটিই নষ্ট থাকায় জন্মনিবন্ধনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। কম্পিউটারের দায়িত্বরতরা জানান, একটি কম্পিউটার দিয়ে প্রতিদিনের আবেদনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়না। পাশাপাশি ইন্টারনেটে ধীরগতি বিঘœতার সৃষ্টি করছে। নিবন্ধন শাখার আবেদনপত্র জমা নেয়ার দায়িত্বে থাকা ইরানী বেগম জানান, কিছুদিন ধরে হঠাৎ করেই জন্মনিবন্ধের চাঁপ একটু বেশি। সেই সাথে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় প্রায় দুই হাজার আবেদনপত্র ঝুলে রয়েছে নিবন্ধন সনদের অপেক্ষায়। যারমধ্যে অধিকাংশই শিশুদের। বর্তমানে সেবাগ্রহীতাদের সঠিক সময়ে নিববন্ধন সনদ দেয়া সম্ভব হচ্ছেনা বলেও তিনি উল্লেখ করেন। আফসার মৃধা নামের এক ব্যক্তি জানান, তিনি গত দুই সপ্তাহ পূর্বে জন্মনিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। বয়স হিসেবে নির্ধারিত ফিও দিয়েছেন কিন্তু এখনো নিবন্ধন সনদ পাননি। কিন্তু তার সন্তানের উপবৃত্তির জন্য নিবন্ধনের ফটোকপির প্রয়োজনটা এ মুহুর্তে অনেক বেশি। তাই নিবন্ধন শাখায় এসে ধর্ণা দিয়েও কোন সুফল পাচ্ছেন না। জন্মনিবন্ধনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে বিসিসির নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, কম্পিউটারের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
×