ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৫৭, ২০ নভেম্বর ২০১৭

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা আলিমুদ্দিন মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এম ভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ-২ জেলে মধ্যে মো: মিরাজের (১৫) লাশ সোমবার সকালে পাওয়া গেছে। তবে এখনো মোঃ কামাল (৩৫) নামে আরো এক জেলের লাশ পাওয়া যায়নি। এদিকে মিরাজের লাশ উদ্ধারের পর এলাকায় তার পরিবার ও সাধারণ জেলেদের মধ্যে বইছে শোকের মাতম। এছাড়াও অপর নিখোঁজ কামালের লাশ উদ্ধার করে দোষী লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বোরহানউদ্দিন থানার ওসি সহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকালে স্থানীয় জেলেরা অলিমুদ্দিন ঘাট সংলগ্ন মেঘনায় জেলে মিরাজের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরাজ সহ ৬ জেলে মেঘনায় জাল ফেলে ইলিশ শিকার করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা এম ভি ফারহান-৫ লঞ্চটি দ্রুত চালিয়ে এসে তাদের মাছ ধরার ট্রলারকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রলারের মধ্যে থাকা ৬ জনের মধ্যে ১ জন নিহত, ৩ জন আহত, ২ জন নিখোঁজ ছিলো। এঘটনায় ওই দিন ঘটনা স্থলে মৃত গিয়াস উদ্দিনের ভাই মোঃ জসিম বাদী হয়ে এম ভি ফারহান-৫ লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
×