ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এটিপি ফাইনালস জয় দিমিত্রভের

প্রকাশিত: ১৯:০৭, ২০ নভেম্বর ২০১৭

এটিপি ফাইনালস জয় দিমিত্রভের

অনলাইন ডেস্ক ॥ ইনজুরির কারণে ছিলেন না অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচ। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রাফায়েল নাদালও এক ম্যাচ খেলেই প্রত্যাহার করে নিয়েছেন। শীর্ষ তারকাদের মধ্যে কেবল খেলেছেন রজার ফেদেরার। সেই সুযোগে টেনিসের এলিট ক্লাবের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা প্রথমবারের মতো জিতেছেন গ্রিগর দিমিত্রভ। শীর্ষ তারকাদের অনুপস্থিতিতেও এই জয়কে তিনি আখ্যা দিয়েছেন ‘টেনিসে নতুন যুগের সূচনা’ হিসেবে। বুলগেরিয়ার ২৬ বছর বয়সী এই টেনিস তারকা ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়েই এটিপি ফাইনালস জিতেছেন। ১৯৯৮ সালে স্পেনের অ্যালেক্স কোরেৎজা সবশেষ অভিষেকেই এটিপি ফাইনালস জিতেছিলেন। লন্ডনের ও-২ এরিনায় ফাইনালে বেলজিয়ামের ডেভিড গোফিনকে হারিয়েছেন ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে। এই গোফিনই সেমিফাইনালে হারিয়েছিলেন ফেদেরারকে। গ্রুপপর্যায়ের পাঁচ ম্যাচসহ দিমিত্রভ পুরো টুর্নামেন্টে ছিলেন অপরাজিত। এই জয়ের ফলে দিমিত্রভ ১.৯ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি জিতেছেন। সেই সুবাদে মৌসুম শেষে র্যাঙ্কিংয়ে তার অবস্তান দাঁড়াচ্ছে তৃতীয়, অপরদিকে ফাইনালে হেরে যাওয়া গোফিন শেষ করছেন পঞ্চম হিসেবে। দারুণ এই সাফল্যের কথা বিশ্বাসই করতে পারছেন না বুলগেরিয়ান এই টেনিসম্যান। এখন গ্র্যান্ডস্লাম জয়টাকেই নিজের মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখন ভাবতে চেষ্টা করছি কি করেছি। এটা আমার জন্য অবিশ্বাস্য অর্জন। এখনও আমার অনেক কিছু দেয়ার বাকি আছে। আমার মূল্য লক্ষ্য হলো গ্র্যান্ডস্লাম জেতা। এটা এখনও আমার স্বপ্ন। মনে হচ্ছে ধীরতিতে হলেও আমি সেদিকে যাচ্ছি।
×