ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি নিয়োগে সময় ক্ষেপণ দুরভিসন্ধি ॥ মওদুদ

প্রকাশিত: ০৭:৩৯, ২০ নভেম্বর ২০১৭

প্রধান বিচারপতি নিয়োগে সময় ক্ষেপণ দুরভিসন্ধি ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকার যে সময় নিচ্ছে তা দুরভিসন্ধি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান ও শৈলকুপা থানা বিএনপি সভাপতি আব্দুল ওহাবের মুক্তি দাবিতে ঢাকার ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, প্রধান বিচারপতির পদ একদিনের জন্যও শূন্য থাকার অবকাশ নেই। কিন্তু আইনমন্ত্রী বলেছেন, কোন সময়সূচী নেই। এটা ঠিক নয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই যে সময় নিচ্ছেন এটা দুরভিসন্ধিমূলক কৌশল। এটা আমরা যে বুঝি না তা নয়। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানকে আর ধ্বংস করবেন না। আপনাদের উচিত হবে অবিলম্বে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। মওদুদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নস্যাত করেছে বর্তমান সরকার। এ নিয়ে এখন কিছু বলার নেই। সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে যে শূন্যতা ও অরাজকতা বিরাজ করছে, যত তাড়াতাড়ি প্রধান বিচারপতি নিয়োগ করা হবে তত তাড়াতাড়ি এটা দূর হবে। সুপ্রীমকোর্ট আবার তার নিজের ভূমিকা পালন করতে সক্ষম হবে। আয়োজক সংগঠনের সভাপতি তারিখ উজ জামান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুমার কু-ু, ফিরোজ আহমেদ ও আলমগীর হাসান সোহান প্রমুখ।
×