ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিদিন এক রকম চিকেন রান্না খেয়ে আপনি যখন বিরক্ত তখন চিকেনের ভিন্ন কিছু রেসিপি নিয়ে লিখেছেন- কুদরাতুল আইন

রান্না

প্রকাশিত: ০৬:৩০, ২০ নভেম্বর ২০১৭

রান্না

চিকেন মাখনা উপকরণ : চিকেন এক কেজি, বোম্বাই মরিচ বাটা ৪-৫টি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা, জিরা বাটা, সরষে বাটা, পোস্ত বাটা এক চা চামচ করে, টমেটো পেস্ট এক কাপ, পেঁয়াজ বাটা এক কাপ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ। রান্না করার নিয়ম : মুরগি হালকা ভেজে তুলে রাখুন, এবার মসলা কষিয়ে তাতে ভাজা মুরগি দিয়ে দিন ও সামান্য পানি দিন, ঢেকে অল্প আঁচে রান্না করুন ২০ মিনিট, মাখা ভাব এলে নামিয়ে নিন। রেড চিকেনকারি যা লাগবে : চিকেন ১-২ কেজি, রেড চিলি পেস্ট ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, কাজু বাটা ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ২-৩ টা, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, হলুদগুঁড়া আধা চা চামচ, সরষে বাটা এক চা চামচ। যেভাবে করবেন : তেল দিয়ে তাতে পেঁয়াজ দিন প্রথমে। এবার বাদামি করে ভেজে সব উপকরণ দিয়ে কশিয়ে নিন। মাংস দিয়ে রান্না করুন ২০ মিনিট। ওপরে তেল উঠে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে রেড় চিকেনকারি। এবার পরিবেশন করুন। পুদিনা চিকেন ফ্রাই যা লাগবে : চিকেন ১-২ কেজি, পুদিনার রস ২ টেবিল চামচ, আদা ১ চা চামচ, রসুন রস ১ চা চামচ, টমটো সস ১ টেবিল চামচ, হলুদগুঁড়া পরিমাণমতো, মরিচগুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, চিনি সামান্য। যেভাবে করবেন : প্রথমে সব উপকরণ এক সঙ্গে মেখে মেরিনেট করে রাখুন এক ঘণ্টা। এবার কড়াইয়ে তেল দিয়ে মেরিনর করা মাংস দিয়ে শুকনা করে ভেজে নিন। তৈরি গয়ে যাবে পুদিনা চিকেন ফ্রাই। এবার নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন।
×