ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জননী সাহসিকা কবি সুফিয়া কামালের প্রয়াণবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:২১, ২০ নভেম্বর ২০১৭

জননী সাহসিকা কবি সুফিয়া কামালের প্রয়াণবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ নারী জাগরণের অন্যতম অগ্রদূত ‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামাল কবিতার পঙ্ক্তিকে শাণিত হাতিয়ার করে আজীবন কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে। বহুমাত্রিক প্রতিভাময়ী এই নারী আমৃত্যু মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন। দেশের যেকোন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও ছিলেন সোচ্চার। আজ সোমবার এ দেশের নারী ও মানবাধিকার আন্দোলন, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান। সুফিয়া কামালের প্রয়াণদিবসে আজ বিকেল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘মানবতার সঙ্কট এবং নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণসভায় বক্তব্য রাখবেন সামাজিক প্রতিরোধ কমিটির নেত্রীবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। এ ছাড়া কবি সুফিয়া কামালকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মরণ করবে কথায় এবং গানে।
×