ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

প্রকাশিত: ০৬:০৫, ২০ নভেম্বর ২০১৭

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই। দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। কিছুদিন আগেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র দু’মাস আগেই ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চলছিল। মাঝে কিছুটা অবস্থার উন্নতিও হয়েছিল বলে জানা যায়। কিন্তু রবিবার সকালে ফের তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাংলা ছবির জগৎ থেকে ছোট পর্দা, অভিনয় থেকে সঞ্চালনা অথবা নৃত্য, তিনি ছিলেন পারদর্শী। তার অভিনয়ই তাকে খুব কম সময়ে এনে দিয়েছিল লাইমলাইটে? ঋতুপর্ণ ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘অসুখ’ থেকে ‘দত্ত ভার্সেস দত্ত’, এরকম অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুন্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রভৃতি। সাম্প্রতিককালে রাখিবন্ধন ধারাবাহিকেও অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তিনি। যে কোন চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। বহু বছর ধরেই তিনি যুক্ত অভিনয় জগতের সঙ্গে।
×