ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্ষণ ॥ জরিমানার ৮০ হাজার টাকা গেল কোথায় ?

প্রকাশিত: ০৫:৫২, ২০ নভেম্বর ২০১৭

ধর্ষণ ॥ জরিমানার ৮০ হাজার টাকা গেল কোথায় ?

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৯ নবেম্বর ॥ ৪৫ বছর বয়সী এক ভ্যানচালক ৪র্থ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। এলাকার প্রভাবশালী গ্রাম্য মাতবররা সালিশের মাধ্যমে অভিযুক্ত ভ্যানচালকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করলেও প্রতিবন্ধী পরিবারের হাতে কোন অর্থ পৌঁছেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বরকে না জানিয়েই গ্রাম্য সালিশের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করেন। ইতোমধ্যে জরিমানার টাকা ভাগ বাটোয়ারা করে নেয়ারও অভিযোগ উঠেছে সাবেক মেম্বর হারেজ ও গ্রাম প্রধানদের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটলেও এই ক্ষতিপূরণের টাকা ধর্ষিতার পরিবারের হাতে পৌঁছায়নি। উল্লেখ্য যে, ‘গত ১৩ নবেম্বর সকালে প্রতিবন্ধী ৪র্থ শ্রেণীর ছাত্রী ঘুম থেকে উঠে তাদের বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি কক্ষে একাকী অবস্থানের সুযোগে মুখ চেপে ধরে প্রতিবেশী ভ্যানচালক কাদের শ্লীলতাহানী করে। একপর্যায়ে চিৎকারে তার দাদী এসে ঘটনাটি দেখে ফেললে কাদের সটকে পড়ে। ঘটনাটি জানাজানি হলে একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
×