ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে ভার্সিটি ছাত্রী নিহত

প্রকাশিত: ০৫:৪৬, ২০ নভেম্বর ২০১৭

নোয়াখালীতে ভার্সিটি ছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ নবেম্বর ॥ পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ফৌজিয়া মোসলেম সিলভী (২০) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক ছাত্রী নিহত হয়েছে। রবিবার দুপুরে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ঠক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া নোয়াখালী পৌর শহরের পশ্চিম সাহাপুর গ্রামের বাইশ বাড়ির মোঃ মোসলেম উদ্দিনের মেয়ে। জানা যায়, দুপুর ২টার দিকে ফৌজিয়া ইজিবাইকে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ঠক্কর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘে সংঘর্ষ হয় ইজিবাইকটির। স্থানীয় লোকজন দ্রুত ফৌজিয়াকে প্রথমে স্থানীয় বেসরকারী রয়েল হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় ফৌজিয়ার মৃত্যুর কথা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু। তিনি জানান, ফৌজিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। ঝিনাইদহে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে বাস চাপায় প্রান্ত কুমার সাহা (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে ও দুজন আহত হয়েছে। রবিবার সকালের দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে যাত্রীবাহী বাসের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সকালের দিকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের বৈশাখী তেল পাম্পের সামনে বিপরীতগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। সে সময় হাসপাতালে নেয়ার পথে প্রান্ত কুমার সাহা মারা যায়। তার দুই বন্ধু বিজয় ও কায়েসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত প্রান্ত কুমার সাহা কালীগঞ্জ শহরের কলেজপাড়ার প্রকাশ কুমার সাহার ছেলে। সে যশোর বিসিএমসি (ইঞ্জিঃ) কলেজের শেষবর্ষের ছাত্র। বাগেরহাটে সবজি বিক্রেতা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস ফকির সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা। সকালে শ্রীঘাট সবজি আড়ত থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বিভিন্ন হাটবাজারে ঘুরে সবজি বিক্রি করতেন। বেলকুচিতে যুবক সংবাদদাতা বেলকুচি, সিরাজগঞ্জ থেকে জানান, বেলকুচিতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত যুবকের (২৬) মৃত্যু হয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী সৌরভ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কদমতলী এলাকা অতিক্রম করার সময় চাকার নিচে পিষ্ট হয়ে ঐ যুবক ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে। বাউফলে যুবক নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎক আফজাল হোসেন জুয়েল জানান, শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। গলাচিপায় ৫ পরীক্ষার্থীসহ আহত সাত স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় ৫ সমাপনী পরীক্ষার্থী ও দুই অভিভাবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের গলাচিপা-পটুয়াখালী সড়কের বাঁশবাড়িয়া গ্রামে। গুরুতর আহত ৩ পরীক্ষার্থী ও ১ জন অভিভাবককে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবার সূত্র জানায়, উপজেলার বাদুরা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকরা বাদুরা বাজার থেকে অটোরিক্সায় আমখোলা কলেজ কেন্দ্রে আসছিল। গলাচিপা-পটুয়াখালী সড়কের বাঁশবাড়িয়া গ্রামে বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পরীক্ষার্থী মীম, লামিয়া, সুখী, ফাহিমা, কনক রানী, অভিভাবক দীপালী রানী ও মাহাবুব সিকদার আহত হয়। বাদুরা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানান, তার বিদ্যালয়ের ৫ জন পিএসসি পরীক্ষার্থী ও ২ অভিভাবক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
×