ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে হত্যা মামলা আসামির পা কর্তন

প্রকাশিত: ০৫:৪৫, ২০ নভেম্বর ২০১৭

দাউদকান্দিতে হত্যা মামলা আসামির পা কর্তন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৯ নবেম্বর ॥ দাউদকান্দিতে হত্যা মামলার আসামি আলমের বাম পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর নিজ গ্রামে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে তার বাম পা কেটে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২০১৬ সালের ৮ নবেম্বর নিহত তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের মনির চেয়ারম্যানের অন্যতম সহকারী ছিল দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম। এছাড়া তার বিরুদ্ধে ডাবল হত্যাসহ (গৌরীপুর বাজারে প্রকাশ্যে সাঈদ ও মোহাম্মদ আলী হত্যা) একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গাইবান্ধায় দরপত্রে টার্নওভার নীতিমালা সংশোধন দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ নবেম্বর ॥ সরকারের বিভিন্ন বিভাগ কর্তৃক দরপত্র আহ্বানের টার্নওভারের সংশোধিত নতুন নীতিমালা প্রণয়ন করায় সারাদেশের ঠিকাদাররা চরম বিপাকে পড়েছে। এতে লাভবান হচ্ছে রাজধানী ও বিভাগীয় শহরের মুষ্টিমেয় ১১ থেকে ১২ জন ঠিকাদার। ফলে দরপত্র দাখিলের টার্নওভারের নতুন এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে জেলার ঠিকাদাররা। রবিবার জেলা প্রেসক্লাবে ঠিকাদারদের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলুবর রহমান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, অভিজ্ঞতার সনদ, ব্যাংক কর্তৃক আর্থিক স্বচ্ছলতার সনদ, যন্ত্রপাতি ও লোকবল এবং টার্নওভার (টেন্ডার দাখিলের নির্দিষ্ট অঙ্কের টাকার কাজের সামর্থ ও অভিজ্ঞতা) দাখিলের পর একটি দরপত্র কমিটির যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নিয়মানুসারে ঠিকাদারবৃন্দ কাজ পেয়ে আসছিলেন।
×