ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১০ বছর পর সিডরে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন

প্রকাশিত: ০৫:৪৪, ২০ নভেম্বর ২০১৭

১০ বছর পর সিডরে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ নবেম্বর ॥ সিডরের দশ বছর পর ফিরে এলেন তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের জেলে হানিফ গাজী। ছেলেকে পেয়ে বাবা মোনসের গাজী খুশি। তাকে দেখতে এলাকার শত শত মানুষ ভিড় করেছেন। জানা গেছে, সিডরের পাঁচ দিন আগে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নুরু সিকদারের ট্রলারে ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। সিডরের তিন দিন আগে ওই ট্রলারের মেশিন বিকল হয়। এ সময় তেঁতুলবাড়িয়ার ছয় জেলে অপর একটি ট্রলারে করে কিনারে আসে। সিডরের দিন রাতে সাগরের প্রচ- ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সব জেলে নিখোঁজ হয়। এরা ছিল পাথরঘাটা উপজেলার বাইনচটকি ও কালীরচর গ্রামের বাসিন্দা। ওই নিখোঁজের তালিকায় ছিল তেঁতুলবাড়িয়া গ্রামের ১৯ বছরের হানিফ গাজী। অনেক খোঁজাখুঁজি করেও হানিফের সন্ধান পাওয়া যায়নি। তাকে না পেয়ে পরিবারের লোকজন ভেবেছিল হানিফ আর বেঁচে নেই। হানিফ বেঁচে নেই ভেবে সিডরের দুই বছর পর তার স্ত্রী আসমা বেগম বরগুনায় বিয়ে করেন। গত ১৫ দিন ধরে তেঁতুলবাড়িয়া ও জলায়ভাঙ্গা এলাকায় হানিফ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল। শনিবার বিকেলে হানিফের মেজ ভাই শুক্কর গাজীর সঙ্গে তেঁতুলবাড়িয়া বাজারে তার দেখা হয়। ওই সময় সে হানিফকে ভাত খাওয়ানোর জন্য বাড়ির মধ্যে ডেকে নেয়। বাড়ির মহিলারা তাকে দেখে শনাক্ত করে। এ সময় হানিফের বাবা মোনসের গাজী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে বাবা ছেলেকে দেখে প্রথমে চিনতে পারেননি। পরে ছেলের নাভির ওপর পোড়া এবং পিঠে কালো দাগ দেখে নিশ্চিত হন এই তার হারিয়ে যাওয়া ছেলে হানিফ। ছেলেকে চিনতে পেরে বাবা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
×