ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের কাজ শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৩, ২০ নভেম্বর ২০১৭

পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের কাজ শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পোর্ট কানেকটিং এবং আগ্রাবাদ এক্সেস রোডের সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ সোমবার। সিটি গর্বনেস প্রকল্পের অধীনে জাইকার অর্থায়নে প্রায় ২০৯ কোটি টাকা ব্যয়ে সড়ক দুটির সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। সকালে কাজের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ এক্সেস রোড, মহেশখালের প্রতিরোধ দেয়াল, খালের পাড়ে রাস্তা এবং খালের ওপর তিনটি সেতু নির্মাণকাজ সম্পন্ন হবে প্রকল্পের আওতায়। এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল গত মার্চ মাসে। এরপর দরপত্র যাচাই-বাছাই শেষে ১৩ নবেম্বর ঠিকাদার নিয়োগের অনুমোদন দেয় মন্ত্রণালয়। পোর্ট কানেকটিং সড়কের জন্য মোট দুটি প্যাকেজে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। প্রতিটি প্যাকেজে দুই কিলোমিটার করে চার কিলোমিটার সড়কের উন্নয়ন হবে। এরমধ্যে একটি প্যাকেজে নিয়োগ দেয়া হয়েছে রানা বিল্ডার্স ও সালেহ আহমেদ (জেবি) কে। আগ্রাবাদ এক্সেস রোডের ২ দশমিক ২০ কিলোমিটার সড়কের জন্য নিয়োগ দেয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং মেসার্স রয়েল এ্যসোসিয়েটসকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে চসিক।
×