ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নির্বাচনের ওপর কোন হস্তক্ষেপ করবে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ২০ নভেম্বর ২০১৭

সরকার নির্বাচনের ওপর কোন হস্তক্ষেপ করবে না ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি আসলে কী চায় তা দলটি নিজেই জানে না। তারা কখনও চাইছেন তত্ত্বাবধায়ক সরকার, আবারও কখনও বলছেন নির্বাচনকালীন সরকার। দলটির সুনির্দিষ্ট কোন চাওয়া নেই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে। সেই সরকার নির্বাচন কমিশনের ওপর কোন ধরনের হস্তক্ষেপ করবে না। রবিবার চট্টগ্রাম বন্দরের সাউথ কন্টেনার ইয়ার্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণ মন্ত্রী কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ এবং ইসরাফিল আলম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান। নৌমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার কমিশনের ওপর কোন হস্তক্ষেপ করবে না। বিএনপির দাবি দাওয়ার মধ্যে কোন সুনির্দিষ্টতা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, দলটি নিজেই জানে না যে তারা আসলে কী চায়। বক্তব্যে তিনি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোন ধরনের আলোচনায় বসার সম্ভাবনাও নাকচ করে দেন। উল্লেখ্য, চট্টগ্রামে কর্ণফুলী নদীর গুপ্তখাল এলাকায় রুবি সিমেন্টের পাশে বন্দরের নিজস্ব জায়গায় নির্মাণ করা হয়েছে সাউথ কন্টেনার ইয়ার্ড। এতে রাখা যাবে ৩ হাজার টিইইউএস কন্টেনার। অকশন কন্টেনারগুলো দীর্ঘদিন ধরে খালাস না হওয়ায় বন্দরের স্বাভাবিক গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছিল। নবনির্মিত সাউথ কন্টেনার বন্দরের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন বন্দর কর্তৃপক্ষ। বক্তব্যে নৌমন্ত্রী চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এবং দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধিতে বর্তমান সরকারের নানা পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কথা তুলে ধরেন।
×