ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষেতলালে সড়ক নেই

প্রকাশিত: ০৫:৪২, ২০ নভেম্বর ২০১৭

ক্ষেতলালে সড়ক নেই

নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, ক্ষেতলাল উপজেলার একটি অবহেলিত গ্রামের নাম শিবপুর খাড়িপাড়। সরকারী আবাসন প্রকল্পে অসহায় তিনশ’ পরিবারের বসবাস করে। প্রকল্পে বসবাসরত সব পরিবারই ভূমিহীন। জীবিকা নির্বাহে অধিকাংশ মানুষ ভ্যানচালক এবং দিনমজুর। আবার অনেকেই অন্যের জমি আদি, বর্গা নিয়ে জীবিকা নির্বাহ করে। বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র ও বাসস্থান এদের কপালে জুটলেও প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় একটি সড়কের জন্য। বর্ষার সময় এ সড়কটি ডুবে যাওয়ায় দুর্ভোগ চরমে ওঠে। বর্তমানে গ্রামের লোকজন চলাচল করছে জমির আলপথে। সরকারীভাবে আবাসনের ব্যবস্থা করা হলেও শুরু থেকে কোন রাস্তার ব্যবস্থা না থাকায় কোন রকমে হেঁটে চলাচলের জন্য রয়েছে মাত্র দেড় ফুট প্রস্থের জমির আইল বা একটি মেঠোপথ। এই পথেই জীবিকার প্রয়োজনে চলাচল করতে হচ্ছে। আসবাবপত্র ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী গ্রামবাসীর বহন করতে হয় মাথা অথবা কাঁধে করে। এ আবাসন প্রকল্পের বসবাসকারী কামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে জমির আলপথ পানির নিচে ডুবে যায় ফলে এ পথে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। মেঠো পথের বেহাল অবস্থায় ডাক্তার, কবিরাজও এখানে আসতে চায় না। এমনকি গুরুতর অসুস্থ কোন রোগীকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয় না। স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানান শিবপুর খাড়িরপাড় আবাসন প্রকল্পে বসবাসকারীদের চলাচলের রাস্তা নিয়ে ভূমি মালিকদের সঙ্গে আইনী জটিলতা রয়েছে। সে কারণে বিকল্প পথ হিসেবে খাড়ির ওপর ৬০ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
×