ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় তিন দিনের নবায়নযোগ্য প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ০৫:৩৪, ২০ নভেম্বর ২০১৭

ঢাকায় তিন দিনের নবায়নযোগ্য প্রযুক্তি মেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ নবায়নযোগ্য শক্তি ছড়িয়ে দিতে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ও প্রযুক্তি মেলা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের এমন আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবায়নযোগ্য শক্তি নিয়ে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের জন্য একটি আদর্শ প্লাটফর্ম তৈরি, প্রযুক্তির বাজার সম্প্রসারণ, অর্থায়ন, নিয়ন্ত্রণ ও নীতিগত দিক নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বাধা দূর করা। এছাড়াও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প দেশী-বিদেশী প্রায় ৩৫ স্টলের মাধ্যমে সর্বস্তরে মানুষের সামনে প্রদর্শন করা হবে। এর মূল আয়োজক ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
×