ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাণিজ্যের নতুন সম্ভাবনাময় বাজার

প্রকাশিত: ০৫:৩৩, ২০ নভেম্বর ২০১৭

বাণিজ্যের নতুন সম্ভাবনাময় বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সঙ্কুচিত হচ্ছে বিশ্ববাজার। আঘাতটা সরাসরি আসছে দেশের রফতানিমুখী বিভিন্ন ক্ষেত্রে। তাই নতুন বাজার খোঁজা ও তৈরির দিকে মনোযোগের বিষয়টি সামনে চলে আসছে বারবার। আর সম্ভাবনার নতুন নাম রাশিয়া। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য সম্ভাবনার দিক থেকে দেশটি হয়ে উঠতে পারে নতুন দিগন্ত। একটা সময় ছিল যখন পুরো বিশ্ব একচ্ছত্রভাবে শাসন করত রাশিয়া। সেটি রাজনৈতিক কিংবা অর্থনৈতিক যে ক্ষেত্রেই হোক। কালের বিবর্তনে পরাশক্তির শক্তি কিছুটা ক্ষয় হলেও কমেনি জৌলুস। বন্ধু রাষ্ট্র হিসেবে বরাবরই বাংলাদেশের পাশে থেকেছে মস্কো। রাজনৈতিক সম্পর্কটা নিবিড় থাকলেও বরাবরই ঘাটতি ছিল ব্যবসায়। তবে সে পরিস্থিতিরও উন্নতি হতে শুরু করেছে। সাত বছর আগের বড় বাণিজ্য ঘাটতি এখন অনেকটাই চোখে পড়ার মতো উন্নতির দিকে। খুলতে শুরু করেছে সম্ভাবনার নতুন দুয়ার। মাছ-মাংস, শাকসবজি থেকে সিরামিক, চামড়া ও তৈরি পোশাক; বাংলাদেশ থেকে প্রচলিত-অপ্রচলিত নানা পণ্যের গন্তব্য এখন রাশিয়ায়। শুধু পোশাক খাতে ২০১৬-১৭ অর্থবছরে রফতানি প্রায় ৩০ কোটি ডলার। ইউরোপের বাজার যখন ধীরে ধীরে সঙ্কুটিত হয়ে আসছে তখন নতুন বাজার হিসেবে রাশিয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে এখনও বেশ বাধার মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। ভাষার পাশাপাশি ব্যাংকিং সেবাও এক্ষেত্রে তৈরি করছে বাধা। সংশ্লিষ্টরা বলছেন, চলমান সমস্যাগুলো দূর করা গেলে রাশিয়ার পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও বাড়ানো যাবে বাণিজ্য সম্ভাবনা। তৈরি হবে ব্যবসার নতুন দিগন্ত।
×