ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হটলাইনে মিসড কল দিয়ে কৃষিসেবা

প্রকাশিত: ০৫:৩৩, ২০ নভেম্বর ২০১৭

হটলাইনে মিসড কল দিয়ে কৃষিসেবা

স্টাফ রিপোর্টার ॥ কৃষক, খুচরা বিক্রেতা এবং যে কেউ হটলাইনে একটি মিসড কল করে কৃষি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে পারবে। হটলাইনে মিসড কল আসার পর ওই নাম্বারে কল দিয়ে এই সেবা পেতে পারবে গ্রাহকেরা। ক্যাটালিস্ট এগ্রো ইনপুট কোম্পানি গ্রাহক ব্যবস্থাপনা সফটওয়্যার ও গ্রাহকের আইপি শনাক্তকরণ এর মাধ্যমে এই সেবা দিয়ে থাকে। রাজধানীতে কৃষকদের জন্য আইসিটিভিত্তিক গ্রাহকসেবা উন্নয়নের কর্মশালা আয়োজন করে ক্যাটালিস্ট এবং বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশন। রবিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে কয়েকটি এগ্রো ইনপুট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে আইসিটিভিত্তিক কৃষিসেবা উন্নয়নে একত্রে কাজ শুরু করে ক্যাটালিস্ট। এই সেবা উন্নয়নে ক্যাটালিস্ট এগ্রো ইনপুট কোম্পানি ও সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশনের প্রতিনিধি, বেসরকারী খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সফটওয়্যার ডেভেলপার এবং মিডিয়ার ব্যক্তিবর্গ।
×