ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এডিপি বাস্তবায়ন কাক্সিক্ষত মাত্রায় পৌঁছেনি

প্রকাশিত: ০৫:৩১, ২০ নভেম্বর ২০১৭

এডিপি বাস্তবায়ন কাক্সিক্ষত মাত্রায় পৌঁছেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের চার মাস পার হয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার পৌঁছেনি কাক্সিক্ষত মাত্রায়। হার বেশি দেখাতে বছর শেষে করা হয় তড়িঘড়ি। সংশ্লিষ্টরা বলছেন, অর্থছাড় জটিলতায় শুরুর কয়েক মাসে বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রকল্প অনুমোদনের আগেই দরপত্র আহ্বান ও অর্থছাড় প্রক্রিয়া শেষ করা উচিত। রাজধানী ঢাকায় মেট্রোরেলের সংযোগ স্থাপনে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বছর দেড়েক আগেই শেষ হওয়ার কথা এ কাজ। তবে বাস্তবে শেষ হবে কবে, তাও বলা কঠিন। উন্নয়ন কাজের গতি বাড়াতে জোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। কিন্তু অগ্রগতির চিত্র আটকে আছে পুরনো ছকেই। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১৪.৫১ শতাংশ। যদিও খরচ বেড়েছে আগের তুলনায়। ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ৩৬৭টি প্রকল্প নিয়ে এবারের ঢাউস সাইজের এডিপি। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি বলছে, জনপ্রশাসন, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়সহ ১১টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ১ শতাংশ অর্থও খরচ করতে পারেনি। আর বরাদ্দের ৫ শতাংশ পর্যন্ত খরচ করেছে রেলপথ, পানিসম্পদ, নৌপরিবহন মন্ত্রণালয়সহ আরও ১১টি সংস্থা। প্রকল্প কর্মকর্তাদের অদক্ষতাই কি পিছিয়ে দিচ্ছে বাস্তবায়নের হার? ঘন ঘন পরিচালক পরিবর্তন না করা ও প্রকল্প এলাকায় তাদের অবস্থানের নির্দেশনা রয়েছে পরিকল্পনা কমিশনের। তা আমলেই নিচ্ছে না এসব মন্ত্রণালয় ও সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে অর্থছাড়ে জটিলতা আছে শুরুর কয়েক মাসে, যা টেনে ধরছে কাজের গতি। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়নের গতি ফেরাতে দরকার নিয়মিত তদারকি। সঙ্গে বাজেট পাসের আগেই দরপত্র ও অর্থছাড় প্রক্রিয়া শেষ করা।
×