ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের কবল থেকে নবজাতককে উদ্ধার

প্রকাশিত: ০৫:১৯, ২০ নভেম্বর ২০১৭

গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের কবল থেকে নবজাতককে উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ডাস্টবিনে ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগে ভর্তি এক নবজাতককে বিড়ালের কবল থেকে রবিবার উদ্ধার করেছে পোশাক শ্রমিক এক দম্পতি। মাত্র কয়েক ঘণ্টা বয়সের ওই মেয়ে শিশুটির শরীর বিড়ালের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে। রবিবার উদ্ধারকৃত ওই শিশুকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও উদ্ধারকারীরা জানান, রবিবার দুপুরে খাবারের জন্য কারখানা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার বাসায় ফিরছিলেন পোশাক শ্রমিক এক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন। তারা স্থানীয় তিনসড়ক এলাকার স্প্যারো কারখানার পোশাক শ্রমিক। বাসায় ফেরার পথে তারা তিনসড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশের একটি ডাস্টবিনে কয়েকটি বিড়ালকে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে টানাটানি করতে দেখেন। ওই ব্যাগ থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে সেখানে এগিয়ে যান তারা। পরে বিড়ালগুলোকে তাড়িয়ে ব্যাগটি নিয়ে খুলে নবজাতকটিকে দেখতে পান। শিশুটির মুখম-লসহ বিভিন্ন স্থানে নখের আঁচড় ও ক্ষত চিহ্ন রয়েছে। পরে আহত শিশুটিকে উদ্ধার করে তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন।
×