ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে আয়োডিন যুক্ত লবণ ব্যবহারে গণসচেতনতা

প্রকাশিত: ০২:২৭, ১৯ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে আয়োডিন যুক্ত লবণ ব্যবহারে গণসচেতনতা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “বুদ্ধিদীপ্ত থাকতে চাই- আয়োডিনযুক্ত লবণ খাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োডিন যুক্ত লবণ ব্যবহারে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ঠাকুরগাঁওয়ে স্কুল ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন-বিসিক -এর সিআইডিডি প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিসিক-এর চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বিসিক’র আঞ্চলিক পরিচালক (রাজশাহী) প্রকৌশলী আজহারুল হক, সিআইডিডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল আলম, ওর্য়াল্ড ব্যাংকের পরামর্শক প্রকৌশলী সিরাজুল হক ও টিটিসি-ঠাকুরগাঁওয়ের অধ্যক্ষ সহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, বিসিক-ঠাকুরগাঁওয়ের উপ-ব্যবস্থাপক আ,ফ,ম জালাল উদ্দিন। কর্মশালায় বুদ্ধিদীপ্ত জাতি গঠনে প্রতিদিন প্রত্যেককে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার বিষয়ে গুরুত্বারোপের পাশাপাশি আয়োডিনের পরিচিতি, আয়োডিনের অভাবে মানবদেহে ক্ষতির ধরণ, আয়োডিনের ঘাটতি পূরণের উপায় ও আয়োডিনযুক্ত লবণ পরীক্ষার পদ্ধতিসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। এসময় টিটিসি’র শিক্ষক ও দুই শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিসিকের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
×