ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১২ নবেম্বরের মতো জনসমুদ্র আগে কেউ করতে পারেনি ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০২:২১, ১৯ নভেম্বর ২০১৭

১২ নবেম্বরের মতো জনসমুদ্র আগে কেউ করতে পারেনি ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ ১২ নবেম্বরের মতো জনসমুদ্র আওয়ামী লীগ বা বএনপি কেউই এর আগে করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ১২ নবেম্বর বিএনপির জনসভায় যে লোক হয়েছে তার চার ভাগের এক ভাগ লোক হয়েছে শনিবার আওয়ামী লীগের নাগরিক সমাবেশে। আর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক। এর আন্তর্জাতিক স্বীকৃতি লাভে আমাদের হিংসার কিছু নেই। একাত্তরের ৭ই মার্চে দেড় থেকে দুই লাখ মানুষ হয়েছিল। আর শনিবার নাগরিক সমাবেশে লোক হয়েছে ৫০ হাজার। এর জন্য চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রই যথেষ্ট ছিল। আওয়ামী লীগকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, আদালতে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমরা মাফ করিনি। আমরা বহুবার জেলে গিয়েছি। প্রয়োজনে আরো যাব। আপনারা যাতে অন্তত দেশে থাকতে পারেন সে সুযোগ রাখেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
×