ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ৬৭ বছরের বৃদ্ধার শিকলবন্দী জীবন-যাপন

প্রকাশিত: ০১:১৪, ১৯ নভেম্বর ২০১৭

নওগাঁয় ৬৭ বছরের বৃদ্ধার শিকলবন্দী জীবন-যাপন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ তিন বছর ধরে শিকল বন্দী জীবন-যাপন করছেন ৬ সন্তানের জননী আদিবাসি বৃদ্ধা সুরবালা রানী পাহান (৬৭)। মা যেন হারিয়ে যেতে না পারে এজন্য মায়ের পায়ে শিকল বেঁধে তালা লাগিয়ে রেখেছেন সন্তানরা। অমানবিক এই ঘটনাটি নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড় মহেষপুর (জঙ্গিপাড়া) গ্রামে। স্থানিয়রা জানান, বড় মহেষপুর (জঙ্গীপাড়া) গ্রামের মৃত কালু পাহানের স্ত্রী ১ পুত্র ও ৫ কন্যা সন্তানের জননী বৃদ্ধা সুরবালা রানী পাহান (৬৭) তিন বছর পূর্বে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজের ৫/৬ দিনপর বৃদ্ধা সুরবালা রানীকে উদ্ধার করে বাড়িতে এনে তার পায়ে শিকল বেঁধে তালা লাগিয়ে রাখেন ছেলে-মেয়েরা। বৃদ্ধা সুরবালা রানীর বড় মেয়ে জিরো পাহান (৩৮) জানান, আমার মা বছর তিনেক আগে হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির ৬ দিনপর মাকে আমরা পেয়েছি। ওই সময় মা উল্টাপাল্টা কথা-বার্তা বলছিল। এজন্য মাকে স্থানিয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মায়ের ব্রেনের সমস্যা হয়েছে বলে চিকিৎসক জানায়। মাকে হারিয়ে ফেলার ভয়ে তখন থেকেই মায়ের পায়ে শিকল বেঁধে তালা লাগিয়ে রেখেছি। এসময় তিনি আরো জানান, আমরা গরীব পাহান মানুষ। গেরস্তদের (গৃহস্ত) বাড়িতে কাজ করে কোন মতে সংসার চালাই। একদিন কাজ না করলে আমাদের পেটের ভাত হবে না। মায়ের চিকিৎসার টাকা পাব কোথায়? ইউনিয়ন পরিষদের স্থানিয় মেম্বারকে মায়ের নামে বয়স্ক ভাতার একটি কার্ড করে দেয়ার জন্য আমরা বারবার অনুরোধ করলেও তারা আমার মায়ের বয়স হয়নি (!) বলে কার্ড করে দেননি। বয়স্ক ভাতার টাকা পেলে সেই টাকায় মায়ের চিকিৎসা করাতাম বলেও জানিয়েছেন জিরো পাহান। স্থানিয় ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিকল-তালা বন্দী ওই বৃদ্ধার জীবন-যাপনের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রেনের সমস্যার কারনে ওই বৃদ্ধাকে তার ছেলে-মেয়েরা শিকল বেঁধে রেখেছে বলে আমি শুনেছি। তার নামে আগামী লিষ্টে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হবে বলেও জানালেন ইউপি চেয়ারম্যান।
×