ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত: ০০:১২, ১৯ নভেম্বর ২০১৭

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার রুদ্রনগর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের রফিকুল ইসলাম একই উপজেলার বাউসাম ভাটিপাড়া গ্রামের আব্দুছ ছোবাহানের ছেলে মোফাজ্জল হোসেনের সঙ্গে তার মেয়ে স্থানীয় মুন্সিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার রুপিয়ার বিয়ে ঠিক করেন। বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার অনুযায়ী রুপিয়ার বয়স ১৪ বছর ৮ মাস। প্রথমে গত শুক্রবার রফিকুল ইসলামের বাড়িতে এ বিয়ের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু মেয়েটির পূর্ণ বয়স না হওয়ায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই দিন বিয়েটি বন্ধ করে। পরবর্তীতে আবার একটি ভুয়া জন্মসনদ তৈরি করে রবিবার আবার পুনরায় আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান সেখানে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাসহ পুলিশ পাঠান। পরে তাদের চাপের মুখে শেষ পর্যন্ত বিয়েটি বন্ধ হয়।
×