ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পন

প্রকাশিত: ০০:০৩, ১৯ নভেম্বর ২০১৭

ঝালকাঠিতে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠী গ্রামের যৌতুক আইনে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: শাহীন সরদার রবিবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পন করেছে। এই আদালতের বিচারক রুবাইয়া আমেনা তাকে জেল হাজতে প্রেরণ করেছে। মো: শাহীন সরদারের স্ত্রী মোসা: মাহামুদা ইয়াসমিন স্বামী শাহীন সরদারের বিরুদ্ধে যৌতুকের দাবি আদায় করতে না পেরে তাকে হুমকি দিয়ে পিত্রালয় পাঠিয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করে। ২০০৩ সালের ১৫ই আগষ্ট সকাল ১০ টায় এই ঘটনা ঘটেছে। ১০ বছর পূর্বে এই মামলায় এই আদালতের বিচারক আবীর পারভেজ মো: শাহীন সরদারকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেছিল।
×