ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ৫ পরীক্ষার্থীসহ আহত ৭

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ নভেম্বর ২০১৭

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ৫ পরীক্ষার্থীসহ আহত ৭

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণীর ৫ জন সমাপনী পরীক্ষার্থী ও ২ জন অভিভাবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের গলাচিপা-পটুয়াখালী সড়কের বাঁশবাড়িয়া গ্রামে। গুরুতর আহত ৩ পরীক্ষার্থী ও ১ জন অভিভাবককে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবার সূত্র জানায়, উপজেলার বাদুরা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকরা বাদুরা বাজার থেকে অটোরিক্সা যোগে আমখোলা কলেজ কেন্দ্রে আসছিল। গলাচিপা-পটুয়াখালী সড়কের বাঁশবাড়িয়া গ্রামে বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পরীক্ষার্থী মীম, লামিয়া, সুখী, ফাহিমা, কনক রানী, অভিভাবক দীপালী রানী ও মাহাবুব সিকদার আহত হয়। বাদুরা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানান, তার বিদ্যালয়ের ৫জন পিএসসি পরিক্ষার্থী ও ২ অভিভাবক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
×