ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন সংসারের আশায় অপহরণ করা হয় রাবি ছাত্রীকে

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ নভেম্বর ২০১৭

নতুন সংসারের আশায় অপহরণ করা হয় রাবি ছাত্রীকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জোর করে তালাকনামা প্রত্যাহারের মাধ্যমে নতুন করে সংসার করার আশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীকে অপহরণ করা হয়েছিলো। মেয়েটির পাঠানো তালাকনামা প্রত্যাহারের জন্যই অপহরণের পর তাকে ঢাকার একটি কাজী অফিসেও নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকেই ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মাহবুবর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাজী অফিস থেকে ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানা ও জাহিদুল ইসলাম নামে মাইক্রোবাসের এক চালককে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোহেল রানার বাবাকেও গ্রেফতার করা হয়। তার নাম জয়নাল আবেদীন। তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই ঢাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। রাজশাহী পুলিশের এই অভিযানে সহায়তা করে ঢাকা মহানগর পুলিশ। প্রধান আসামী সোহেল রানা পেশায় একজন আইনজীবী। নওগাঁর পত্মিতলা উপজেলার নজিপুর গ্রামে তার বাড়ি। পুলিশ কমিশনার জানান, রাবির বাংলা বিভাগের শেষবর্ষের ওই শিক্ষার্থী নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। গত ডিসেম্বরে সোহেলের সঙ্গে তার বিয়ে হয়। সস্প্রতি সে তার স্বামীর কাছে তালাকনামা পাঠিয়েছেন। তালাকের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় তালাকনামা প্রত্যাহারে মাধ্যমে নতুন করে সংসার শুরুর আশায় তাকে অপহরণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন সোহেল রানা। পুলিশ কমিশনার মাহবুবর রহমান জানান, ওই ছাত্রীসহ গ্রেফতার সবাইকেই শনিবার দিবাগত রাতে রাজশাহী নিয়ে আসা হয়। রবিবার বিকেলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন আদালতে ওই ছাত্রীর জবানবন্দিও রেকর্ড করানো হয়েছে। এর আগে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, মেয়েটিকে নির্যাতন করা হয়েছে, এমন কথা তিনি জানাননি। তবে পুলিশের নিয়ম অনুযায়ী তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আর এই অপহরণের ঘটনায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন। তিনি জানান, আদালতে গ্রেফতার তিন আসামির রিমান্ড আবেদনের শুনানি হয়নি। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন। মামলার বাকি তিন আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক তাপসী রাবেয়া হলের সামনে থেকে ওই ছাত্রীতে সহপাঠিদের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা দিতে যাওয়ার জন্য ওই দিন সহপাঠিদের সঙ্গে সে হল থেকে বের হয়েছিলেন। অপহরণের পর তার সন্ধান দাবিতে ওই দিন থেকেই আন্দোলনে নামেন হলের শিক্ষার্থীরা। ঘেরাও করা হয় উপাচার্যের বাসভবনও। পরে শনিবার দুপুরে ঢাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারের পর আন্দোলন থেকে সরে আসে রাবির শিক্ষার্থীরা।
×