ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পছন্দের পাত্রীকে বিয়ে না দেয়ায় পাত্রীর বোনকে অপহরণ

প্রকাশিত: ২৩:২৫, ১৯ নভেম্বর ২০১৭

পছন্দের পাত্রীকে বিয়ে না দেয়ায় পাত্রীর বোনকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ পছন্দের পাত্রীকে বিয়ে না দেয়ায় পাত্রীর ১৩ মাস বয়সী ছোট বোনকে অপহরণ করেছিল মিস্টার নামের এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। অপহরণের ১৮ ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে সে। একই সঙ্গে উদ্ধার হয়েছে অপহৃত শিশুটিও। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার মঈনপুর গ্রামে। আটক অপহরণকারী সাজ্জাদুর রহমান মিস্টার (২৮) সদর উপজেলার তারাকুরি গ্রামের সোনাফর আলীর ছেলে। আর অপহৃতা শিশুটির নাম মারিয়া। সে মঈনপুর গ্রামের জুয়েল মিয়া ও তুহিনা আক্তারের মেয়ে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, সাজ্জাদুর রহমান মিস্টার সম্প্রতি মঈনপুর গ্রামের জুয়েল মিয়ার বড় মেয়ে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী জাকিয়াকে (১৩) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পূর্ণ বয়স না হওয়ায় অভিভাবকরা বিয়েতে রাজি হয়নি। এর জের হিসেবে মিস্টার গত শনিবার ভোরে জুয়েল মিয়ার ঘর থেকে তার ১৩ মাস বয়সী ছোট মেয়ে মারিয়াকে অপহরণ করে। পরে জুয়েল মিয়াকে মুঠোফোনে জানায়, বড় মেয়ে জাকিয়াকে তার (মিস্টারের) সঙ্গে বিয়ে দিলে অপহৃতা ছোট মেয়েকে ফিরিয়ে দিবে। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হলে জেলা গোয়েন্দা পুলিশ ও নেত্রকোনা মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় সারাদিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। টানা ১৮ ঘন্টার অভিযান শেষে রাত ন’টার দিকে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে শিশু মারিয়াসহ অপহরণকারী মিস্টারকে আটক করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, এ ব্যাপারে শিশুর পিতা জুয়েল মিয়া বাদী হয়ে মিস্টারকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেছেন। রবিবার মিস্টারকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপহৃতা মারিয়াকে তার বাবা-মা’র কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
×