ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহ মেডিক্যালে ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন

প্রকাশিত: ২২:০১, ১৯ নভেম্বর ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালে ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিজিটাল এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, প্যথলজী ল্যাব, ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের সুবিধাসহ রবিবার সকালে ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ আজ সাকাল সকাল ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন। এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান, বিএমএ এর সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক ডা. তারা গোলন্দাজ, হাসপাতালের উপ পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদারসহ হাসপাতাল ও কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জরুরি রোগীদের ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতালের এই ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসে প্রি অপারেটিভ ও পোষ্ট অপারেটিভ ওয়ার্ডসহ ২১ শয্যার পর্যবেক্ষণ ওয়ার্ড ও ছয় শয্যার ডে কেয়ার সুবিধা রাখা হয়েছে। এজন্য মেডিসিন, গাইনি, কার্ডিওলজী, অর্থো সার্জারি, শিশু, পেডি- সার্জারি এবং এনেসথেসিওলজী এন্ড ইনসেন্টিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্স, প্যারামেডিক ও সাপোর্ট স্টাফ দেয়া হয়েছে ওয়ান স্টপ সার্ভিসে। হাসপাতাল কর্তৃপক্ষীয় আরও সূত্র জানায়, ওয়ান স্টপ সার্ভিসে প্রসূতিদের নরম্যাল ডেলিভারি ও সিজারসহ মারামারি, কাটা ছেড়া, দুর্ঘটনায় আহতদের অপারেশন সুবিধা থাকছে। এছাড়া কার্ডিয়াক ও শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ যে কোন সমস্যা নিয়ে আসা রোগীদের তাৎক্ষনিক পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নানা শ্রেনী পেশার মানুষ।
×