ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোকিত সমাজ গঠনে গোপালগঞ্জে একদল বন্ধু’র উদ্যোগ

প্রকাশিত: ২১:৫৭, ১৯ নভেম্বর ২০১৭

আলোকিত সমাজ গঠনে গোপালগঞ্জে একদল বন্ধু’র উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ আলোকিত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের একদল সমমনা উদ্যোমী বন্ধু যাত্রা শুরু করেছেন। ইতোমধ্যে ‘সূর্য সোপান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে তারা তাদের এলাকায় বিভিন্ন স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এলাকার সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্টজনরাও তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস নিয়ে। সম্প্রতি তারা সংগঠনটির নামে সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনও পেয়েছেন। এরইমধ্যে তারা শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সরকারি বেসরকারি চাকুরিজীবী, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ, যারা সবাই ওই গ্রামেরই সন্তান। তারা এলাকার প্রধান সড়কের উপর এক আলোচনা সভা ও দোয়া-মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রামের সর্বস্তরের মানুষকে বিষয়টি অবগত করেন। সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান লিংকন। বিশেষ অতিথি ছিলেন, পুইশুর ইউনিয়নের চেয়ারম্যান আলিউজ্জামান পান্না, সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল, নগরকান্দা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান মানিক, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিচুর রহমান। অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অনিক। অলোচনা শেষে অতিথিগণ স্থানীয় গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
×