ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বহাল তবিয়তে চলছে মাদকর বিক্রি

প্রকাশিত: ২১:৪৯, ১৯ নভেম্বর ২০১৭

ঈশ্বরদীতে বহাল তবিয়তে চলছে মাদকর বিক্রি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ কিছু খুচরা মাদক বিক্রেতা ও সেবনকারীদের আতœসমর্থন করানো এবং ঘটাকরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হলেও ঈশ্বরদীতে মাদকের গড ফাদাররা বহাল তবিয়তে মাদকের বিক্রি চালিয়ে যাচ্ছে। এতে করে যুবক সম্প্রদায়ের শিক্ষার্থী ও তাদের পরিবার দিনে দিনে মারাতœক ক্ষতির সম্মুখিন হচ্ছে। যুব সম্প্রদায় ,শিক্ষার্থী ও তাদের পরিবারকে রক্ষা এবং সুস্থ সমাজ গঠনে এসব মাদক দ্রব্য আমদানী বিক্রি বন্ধ করা জরুরি। বিভিন্ন এলাকার ভুক্তভোগী ও সচেতন ব্যক্তিদের দেওয়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে। সুত্রমতে, পাকশী হঠাৎ পাড়া এলাকা, আওতা পাড়া ,কলেজ রোড এলাকার একাধিক ব্যক্তি,কাচারি পাড়ার একাধিক ব্যক্তি ও চিনিহিত মহিলা দীর্ঘদিন থেকে নদী, সড়ক, নৌ ও ট্রেন পথে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য লেনদেন করছে। মাদকের সাথে জড়িত দু’একজন মহিলাকে কখনও কখনও ক্যামেরা বহণ করতে দেখা যায়। বিপদের আশংকা বুঝতে পারলেই তারা নাকি ভোয়া সাংবাদিকেরও পরিচয় দিয়ে থাকে। আবার মাঝে মধ্যেই প্রেস ও সাংবাদিক লেখা স্টিকার লাগিয়ে প্রাইভেট কার, মাইক্রো, এ্যাম্বুলেন্স ও ওষুধ কোম্পানীর গাড়ির ভিতরের বডিতে সেট করে মাদক বিক্রি করছে ঐসব গড ফাদাররা। ঐসব মহিলাদের বিরুদ্ধে ব্ল্যাক মেইলিংসহ নানা অভিযোগ রয়েছে। যুব সম্প্রদায়, শিক্ষার্থী ও তাদের পরিবারকে রক্ষা এবং সুস্থ সমাজ গঠনের প্রধান অন্তরায় এসব মাদক দ্রব্য আমদানী -বিক্রি বন্ধ করা জরুরি।
×